ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) পতেঙ্গায় অবস্থিত জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরি কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিপিএল ও প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. মাসুদুর রহমান।  

এ সময় শিক্ষার্থীরা ট্রান্সফর্মার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কীভাবে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের বিভিন্ন উপাদান, যেমন- ট্রান্সফরমার কয়েল, কোর এবং ইনসুলেশন সঠিকভাবে ডিজাইন ও সংযোজন করা হয়। একইসঙ্গে তারা কোয়ালিটি কন্ট্রোল পরীক্ষা, হাই ভোল্টেজ ও তাপমাত্রা পরীক্ষা ইত্যাদি নিরাপত্তা পরীক্ষার মাধ্যমে একটি ট্রান্সফর্মারের মান নিশ্চিত করার পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত জ্ঞানও শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। প্রকল্প ব্যবস্থাপনা ও দলগত কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের নানাদিক সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সরিৎ ধর এবং প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী কর্মশালায় উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।