ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গু ও কিডনি রোগীদের সুখবর দিলেন মেয়র শাহাদাত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ডেঙ্গু ও কিডনি রোগীদের সুখবর দিলেন মেয়র শাহাদাত  ...

চট্টগ্রাম:  নগরে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার এবং কিডনি রোগীদের জন্য বড় একটি ডায়ালাইসিস সেন্টার চালু করবেন বলে জানিয়েছেন চসিকের মেয়র, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

বুধবার (৬অক্টোবর) দুপুরে চসিকের মেমন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সুখবর দেন।

মেয়র বলেছেন, এখন ডেঙ্গুর ক্রাইসিস চলছে। আমাদের বিশেষায়িত মেমন হাসপাতালকে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার হিসেবে ঘোষণা করতে চাই।

এ জন্য দেখতে এসেছি। এখানে নতুনভাবে কিছু টেস্ট যুক্ত করবো। প্যাথলজিস্ট আছে, তাদের এখানে নিয়োগ দেব। চট্টগ্রামে আমি দায়িত্ব নিয়েছি, ডেঙ্গু প্রতিরোধে যে গণসচেতনতা তা সৃষ্টির জন্য প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে যাব। সেটি রোববার থেকে।

তার আগে হাসপাতাল দেখতে এসেছি, যে রোগী পাঠাব তারা সেবা পাচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য।  এ হাসপাতালগুলো ঐতিহ্যবাহী। এখানে প্রসূতি ও নবজাতকের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমরা সেবার মান আরও উন্নত করব।  

এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে আমার একটা বড় পরিকল্পনা আছে। চট্টগ্রামে এখন কিডনি রোগী এত বেশি তারা কষ্ট পাচ্ছেন। চট্টগ্রাম মেডিকেলে এত বেশি রোগী অনেকে সুযোগ পাচ্ছেন না। তাই সিটি করপোরেশনের উদ্যোগে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার করতে চাই। যেখানে স্বল্প খরচে ডায়ালাইসিস করাতে পারবে।  

এ ছাড়া বার্ন, ট্রমা, নিউরোসার্জারি হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ইচ্ছের কথা জানান মেয়র। তিনি বলেন, গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি আমার মূল ইশতেহার ছিল। আমি এগুলো বাস্তবায়ন করবো।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।