ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইস্ট ডেল্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ইস্ট ডেল্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় ...

চট্টগ্রাম: ছাত্রদলের কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ টিম-৬ এর সঙ্গে চট্টগ্রাম ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় ইস্ট ডেল্টা ও  দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার ছাত্র রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ।

স্বাধীন বাংলাদেশে যতবারই গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, ততবারই জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের পক্ষে সন্মুখ সারিতে অবস্থান নিয়েছে। ছাত্রদের সার্বিক কল্যাণে ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদল সর্বদা কাজ করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদল যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।  

মতবিনিময় সভায় ৩১ দফা ও ধানের শীষের শুভেচ্ছা স্মারক এবং ছাত্রদলের অতীত ইতিহাস ঐতিহ্য সম্বলিত বই বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, সাবেক কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী  ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।