ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেমনে ডেঙ্গু শনাক্তে বিনামূল্যে টেস্ট করতে পারবেন: চসিক মেয়র 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
মেমনে ডেঙ্গু শনাক্তে বিনামূল্যে টেস্ট করতে পারবেন: চসিক মেয়র  ...

চট্টগ্রাম: ডেঙ্গু প্রতিরোধে মেমন হাসপাতালকে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল ঘোষণা করেছি। সেখানে কারও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শক্রমে বিনামূল্যে এনএস ১ অ্যান্টিজেন টেস্ট করাতে পারবেন।

এ ছাড়া, আক্রান্তদের সেবা দিতে প্রস্তুত আমাদের চিকিৎসকেরা। সবাই মিলে চট্টগ্রামকে একটি সবুজ শহরে পরিণত করতে হবে।
এর অর্থ শুধু গাছ লাগানো নয়, বরং আমাদের আশপাশে পরিচ্ছন্নতা রক্ষা করা এবং ডেঙ্গু জাতীয় রোগ প্রতিরোধ করাও।

শুক্রবার (৮ নভেম্বর) দক্ষিণ খুলশী চসিক ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।  

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা বাড়ানোর কার্যক্রম চালু করা হয়েছে এবং মশার লার্ভা ধ্বংস করতে স্প্রে ব্যবহার করা হচ্ছে।  

এডিস মশার বিস্তার রোধে নগরবাসীর সহায়তার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়, যা ডেঙ্গু বিস্তারের জন্য দায়ী। এজন্য বাড়ির ছাদে বা বারান্দায় ফুলের টব বা পানির টব খালি রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মেয়র বলেন, পরিচ্ছন্নকর্মীদের দৈনিক কাজের মনিটরিং করা হচ্ছে। এখন থেকে রাতে ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালিত হবে যাতে দিনের বেলায় নাগরিকদের ভোগান্তি কম হয়। এভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে চট্টগ্রামকে একটি গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করা সম্ভব। কোনো অনিয়ম লক্ষ্য করলে তা সরাসরি আমাকে জানাবেন।  

চট্টগ্রামের মধ্যে একটি বিশ্বমানের পর্যটন শহর হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, এজন্য পর্যটনখাতের বিকাশ আমার অন্যতম লক্ষ্য। আমাদের পরিবেশ রক্ষা করে এবং অবকাঠামো উন্নয়ন করে আমরা আরও বেশি পর্যটক আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব।  

চট্টগ্রাম শুধু আমার নয়, এটি ৭০ লাখ মানুষের শহর। এই শহরের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাহাড় কাটা বন্ধে সবার সচেতনতা এবং পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক মনোভাব গড়ে তোলা প্রয়োজন। আমাদের পাহাড় ও সমুদ্র রক্ষা করে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার সুযোগ রয়েছে, যা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে।

দক্ষিণ খুলশী চসিক জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা একরামুল করিম, এমএ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটন, গাজি সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, ডা. বেলায়ত হোসেন ঢালী, ডা. সরওয়ার আলম, মেয়রের রাজনৈতিক সচিব মারুফুল হক চৌধুরী, দক্ষিণ খুলশী সিটি করপোরেশন ভিআইপি হাউজিং সোসাইটির শাহেদ সরোয়ার, সৈয়দ মোরশেদ আলম, রেজাউল করিম আজাদ, আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী ফয়েজুল ইসলাম, ডা. মো. জাহাঙ্গীর প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।