ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই যুবকের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই যুবকের  ...

চট্টগ্রাম: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।

সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন বাংলানিউজকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটেছে। একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টোল প্লাজা প্রস্তুত না হওয়ায় পুরোপুরি চালু হয়নি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যান চলাচল শুরু হলে এ রুটে সিএনজি অটোরিকশাসহ মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।