ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে পুড়লো চবির ৪ শিক্ষার্থীর শখের দোকান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
আগুনে পুড়লো চবির ৪ শিক্ষার্থীর শখের দোকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার স্বপ্ন থেকেই ব্যবসার উদ্যোগ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন ও খাদিজা আক্তার সুইটি। তবে উদ্বোধনের আগেই আগুনে পুড়ে ছাঁই হলো তাদের দোকান।

শনিবার (৯ নভেম্বর) সকালে চবির স্টেশন সংলগ্ন ফরহাদ-সুইটির স্বপ্নের ‘নোঙর’ দোকানটি আগুনে পুড়ে যায়।

ফরহাদ হোসেন চবির রাজনীতি বিজ্ঞান বিভাগ ও খাদিজা আক্তার সুইটি সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

দুজনেরই চলছে প্রথম বর্ষের পরীক্ষা। তাই সবকিছু গুছিয়ে আগামী ২০ নভেম্বর শুরু করার কথা ছিলো নোঙরের কার্যক্রম। গত মাসেই ২ লাখ টাকা খরচ করে চবির স্টেশন এলাকায় ‘নোঙর’ নামের ফাস্টফুডের দোকানটি কিনেন তারা।  

এদিকে নোঙরের পাশের দোকান ‘স্টেশন জ্যাম’ নামেও আরও একটি দোকান পুড়ে গেছে। এই দোকানের মালিক রাব্বি তালুকদার ও জাহিদুল ইসলাম। তারা ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২ বছর ধরে এই দোকান চালাচ্ছেন তারা। বিনিয়োগ রয়েছে তিন লাখ টাকার বেশি।  

ফরহাদ হোসেন বলেন, আগুন লাগার বিষয়টি জানতে পেরে স্টেশনে যাই। সকাল ১১টার দিকে সেখানে পৌঁছে দেখি আমার দোকানেই আগুন লেগেছে। ওখানকার লোকজন জানায়, সাড়ে ১০টার দিকে আগুন লেগেছিলো। দোকানের প্রায় সবকিছু গোছানো শেষ করেছিলাম। গতকাল দুপুর পর্যন্ত দোকানের ভেতরে কাজ করেছি আমরা। আর আজকেই এমন ঘটনা ঘটলো। লোহার জিনিসগুলো ছাড়া সবকিছু ছাই হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফরহাদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে আগুন লাগার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা নির্দিষ্ট কারণ বলতে পারেনি। আমরা কোনো রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত না। কীভাবে আগুন লেগেছে সেটা বুঝতেও পারছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আগুন লাগার পর ফায়ারসার্ভিসের কর্মীরা আসে। আশেপাশে ছড়িয়ে পড়ার আগে তারা আগুন নিয়ন্ত্রণ করে। ওই দোকানে কেমিক্যাল ছিলো বলে জানা গেছে।

এদিকে পুড়ে যাওয়া দোকানের মালিকদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের উদ্যোগ নিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।