ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ ...

চট্টগ্রাম: চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রিন্ট গণমাধ্যম সাংবাদিক বনাম টিভি গণমাধ্যম সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১০ অক্টোবর) রাতে নগরের বাকলিয়ায় একটি টার্ফে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

নির্ধারিত এক ঘণ্টার খেলার প্রথমার্ধে প্রিন্ট গণমাধ্যমের পক্ষে গোল করেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আজহার মাহমুদ। খেলার শেষ হওয়ার এক মিনিট আগে টিভি গণমাধ্যমের পক্ষে গোল করে খেলায় সমতা ফেরান ডিবিসি নিউজের রির্পোটার মুজিবুল হক।

পরে অতিরিক্ত পাঁচ মিনিটে কোনো পক্ষই গোল না পাওয়ায় ১-১ গোলে ড্র হয়।  খেলা উদ্বোধন করেন জাতিসংঘের কর্মকর্তা তারেক মাহমুদ।  

এ সময় তারেক মাহমুদ বলেন, পেশাজীবীদের বিশেষ করে সংবাদমাধ্যমে কর্মরতদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে খেলাধুলার ভূমিকা অনেক। এছাড়া সহকর্মীদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে নিয়মিত এমন আয়োজন করা উচিত। আমিও একসময় গণমাধ্যমে কাজ করতাম। এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।