ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আলু মূল্য তালিকায় ৫৮, বিক্রি ৬০ টাকা!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, নভেম্বর ১১, ২০২৪
আলু মূল্য তালিকায় ৫৮, বিক্রি ৬০ টাকা! ...

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজারের আড়তে মূল্য তালিকায় প্রতিকেজি পাইকারিতে ৫৮ টাকা লিখে ৬০ টাকা বিক্রি করায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিমের সমন্বয়ে এ বাজারের আলুর আড়তে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনাকালে মেসার্স আসিফ ট্রেডার্সে বিষয়টি ধরা পড়ে।

তারা মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে বেশিতে আলু বেচাকেনা এবং বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণও করছিল না।  

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

 

একই অভিযানে মেসার্স আকবর ট্রেডার্সে মূল্য তালিকা না থাকা ও ক্রয় ভাউচার না থাকায় ৮ হাজার টাকা এবং মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়ে মূল্য তালিকা হালনাগাদ না করা ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় ৬ হাজার-টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ সংঘটিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। এ ছাড়া বাজার কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্যদের সঙ্গে এসব বিষয়ে পরবর্তীতে আরো সচেতন থাকার বিষয়ে মতবিনিময় করেন অধিদপ্তরের কর্মকর্তারা।  

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।  

তিনি জানান, আড়তে আলুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। মূল্যবৃ্দ্ধির শঙ্কা নেই।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।