ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন সাংবাদিকরা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
‘কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন সাংবাদিকরা’ ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্টীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন সাংবাদিকেরা। তাদের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কথা তুলে ধরা।

ফটিকছড়ি একটি সম্ভাবনাময় উপজেলা। এই বৃহত্তম উপজেলায় প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে।
রয়েছে ১৮টি চা বাগান, ৪টি রাবার বাগান, তীর্থভূমি মাইজভাণ্ডার এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। সাংবাদিকদের লেখার মাধ্যমে এসব যথাযথ ব্যবহার করা গেলেই একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলা সদরের একটি রেস্তোরাঁর হল রুমে ফটিকছড়ি উপজেলার ‘সমস্যা-সম্ভাবনা ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ইউএনও বলেন, ‘চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে একটি সুন্দর বাসযোগ্য মডেল উপজলা গড়ে তুলতে আমরা প্রাণান্ত চেষ্টা অব্যাহত রাখবো। '

দৈনিক ফটিকছড়ির প্রধান উপদেষ্টা ও লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ।  

সাংবাদিক সালাউদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক আহমদ আলী চৌধুরী, এসএম আক্কাছ, আবু মুছা জীবন, ইকবাল হোসেন মঞ্জু, মো. সোলায়মান আকাশ, দৌলত শওকত, সাইফুর রহমান সোহান, আরফাত বিন হাসান, মো. রফিকুল ইসলাম, দৈনিক ফটিকছড়ির নির্বাহী সম্পাদক সীরাত মঞ্জুর ও বার্তা সম্পাদক ইউসুফ আরফাত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘সব উন্নতির আগে আমাদের মানসিক উন্নতি প্রয়োজন। মানসিক উন্নতি ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। এখানকার মূল সমস্যা হচ্ছে অভ্যন্তরীণ জমিজমা নিয়ে বিরোধ। উপজেলাকে সমৃদ্ধ করতে আপনারা লেখালেখি ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন। এসব লেখালেখি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। ’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে গুচ্ছ গুচ্ছ করে আমাদের অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। সেগুলো বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করবো।

উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘উপজেলার সবচেয়ে বেশি প্রয়োজন প্রান্তিক জনগোষ্ঠীর সেবা পাওয়া। এতে প্রধান অন্তরায় যোগাযোগ ব্যবস্থা। উপজেলার বেশিরভাগ সড়কই এখনো অনুন্নত। আমরা সেসব নিয়ে কাজ করছি। এছাড়াও আরো যেসব সমস্যা আছে সেগুলো বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এ জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। ’

সভাপতির বক্তব্যে মাসুদুর রহমান বলেন, এ মতবিনিময়ে যেসব সমস্যা ও সম্ভাবনা এবং দাবি তুলে ধরা হয়েছে সেগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।