ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ছাড়তে হচ্ছে হাছান মাহমুদের আস্থাভাজন রোমানাকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
চট্টগ্রাম ছাড়তে হচ্ছে হাছান মাহমুদের আস্থাভাজন রোমানাকে ফাইল ছবি।

চট্টগ্রাম: সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের আস্থাভাজন হিসেবে পরিচিত রোমানা শারমিনকে চট্টগ্রাম ছাড়তে হচ্ছে। তাকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।

১৮ নভেম্বর মধ্যে চট্টগ্রাম কেন্দ্র থেকে অবমুক্তির বিষয়টি আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব কাজী জিয়াউল বাসেত স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

 

এতে বলা হয় ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তার প্রেষণাদেশ বাতিলপূর্বক তাকে তার নামের পাশে বর্ণিত পদ এবং কেন্দ্রের বদলি/পদায়ন করা হলো। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।