ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
ফটিকছড়িতে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম মিয়া নামের এক ব্যবসায়ী মারা গেছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট এলাকার ব্রাহ্মণ রাস্তার মাথায় এ ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হালিম মিয়া (৫০) সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি নাজিরহাট বাজারে বাঁশের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি পাথরবোঝাই ট্রাক অন্ধকারে দাঁড়িয়েছিল। একটি মোটরসাইকেল এসে ওই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। পরে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনা গুরতর আহত হালিম মিয়াকে হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গাড়িগুলো জব্দ আছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।