চট্টগ্রাম: ফৌজদারহাটের ডিসি পার্কে ফুল উৎসবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতকারীরা। তারা পার্কের গেটসহ ২০টির বেশি দোকান ভাঙচুর করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম বন্দর সংযোগ সড়কের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে এ হামলা ও ভাঙচুরের ঘটে। হামলার জেরে ফুল উৎসব স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন ফুল উৎসবে আসা দর্শনার্থী, গাড়িচালক, হেলপারসহ শতাধিক ব্যক্তি। পরে সেনাবাহিনীর টিম এলে রাত সাড়ে ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিসি পার্কের গেটের সামনে একটি কার পার্কিং এলাকা রয়েছে। এর দক্ষিণে লরি ও কাভার্ডভ্যান দাঁড়ালে কার পার্কিংয়ে দায়িত্বরতদের সঙ্গে চালকদের কথা কাটাকাটি হয়। এ সময় পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন এসে ট্রাকচালকদের মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে ট্রাকচালকসহ বহিরাগতরা পার্কের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা হামলা করেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
বিই/টিসি