ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যে কারণে চট্টগ্রামের ফ্লাইট করাচিতে নামলো

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
যে কারণে চট্টগ্রামের ফ্লাইট করাচিতে নামলো প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেদ্দা থেকে চট্টগ্রাম আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচি বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে দুই যাত্রীকে নামিয়ে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফিরে আসে।

নির্ধারিত সময়ে ফ্লাইটটি না আসায় বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পরে স্বস্তি ফিরে আসে।  

বুধবার (৪ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

 

তিনি জানান, বিজি ১৩৬ জেদ্দা থেকে উড্ডয়নের পর ফ্লাইটে ফারজানা নামের এক নারী যাত্রী অসুস্থ হওয়ায় পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করে। করাচি বিমানবন্দরে শিশুসহ ও নারীযাত্রীকে নামিয়ে দিয়ে পুনরায় ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বেলা একটায় ফ্লাইটটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।  

তিনি জানান, উক্ত যাত্রী দুজনের গন্তব্য ছিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।