চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউনুস ও শাহজালাল নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়ার বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) বাংলানিউজকে বলেন, নিহত দুই কিশোর ফেনীর দিকে যাচ্ছিল। কোনো কারণে তারা সড়কে পড়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার স্থানটি কিছুটা নিরিবিলি ও ফাঁকা। আশপাশে কোনো দোকান কিংবা লোকালয় নেই। তাই কীভাবে এই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে তা বলা কিছুটা কঠিন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
বিই/পিডি/টিসি