চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি এম আসিফুল ইসলাম নূরীর মাতা ফিরোজা বেগম বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)।
ছাত্রদল নেতা এম আসিফুল ইসলাম নূরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ফিরোজা বেগমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
বিই/টিসি