ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণধর্ষণ মামলার আসামি এক যুগ পর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
গণধর্ষণ মামলার আসামি এক যুগ পর গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.মহিউদ্দিন বাবুকে এক যুগ পর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মহিউদ্দিন বাবু (৩৫) নগরের বন্দরটিলা এলাকার মো.কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, গণধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন বাবু ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে মহিউদ্দিন বাবু।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।