চট্টগ্রাম: সাড়ে ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অত্যন্ত নিয়ন্ত্রত ছিল মন্তব্য করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে যে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি হলো, এর পেছনেও কাজ করেছেন কিছু সাংবাদিক নেতৃবৃন্দ। ফ্যাসিবাদী শক্তি সবসময় নিজের আসন ও ক্ষমতা পোক্ত রাখতে পদলেহী সাংবাদিক তৈরি করে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আকস্মিক চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন। প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেয়রকে ফুল দিয়ে স্বাগত জানান চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্যসচিব দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। এ সময় অন্তবর্তী কমিটির সদস্য কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, কমিটির সদস্য গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, প্রেস ক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির ব্যুরো প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ৭১ টিভির বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শিল্পী, বাসসের বিশেষ সংবাদদাতা মিয়া মোহাম্মদ আরিফ, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, মানবকণ্ঠের ব্যুরো প্রধান মো. আলী, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অতীতে নির্বাচনের আগে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে বলা হতো ওরা জঙ্গি ও সন্ত্রাসী। তাদের নির্বাচন করতে দেওয়া যাবে না। এসব গণমাধ্যমে প্রচার করা হতো। পরিকল্পিতভাবে পাতানো, সাজানো নির্বাচনকে বৈধতা দেওয়ার সব চেষ্টা করানো হয় গণমাধ্যম দিয়ে।
তিনি বলেন, ভবিষ্যতে আমার দেশ, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান ও ইসলামিক টিভির মতো কোনো গণমাধ্যম যাতে বন্ধ না হয় সে ব্যাপারে আমাদের আরো সোচ্চার হতে হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এআর/পিডি/টিসি