ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবদের সৃজনশীল আইডিয়ায় চসিক সাপোর্ট দেবে: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
যুবদের সৃজনশীল আইডিয়ায় চসিক সাপোর্ট দেবে: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: নগরের বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে আগ্রহী জানিয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, যদি যুবরা নতুন সৃজনশীল আইডিয়া নেয় তাহলে সিটি করপোরেশন সর্বোচ্চ সাপোর্ট করবে।

সোমবার (৯ ডিসেম্বর) ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে ও অ্যাকশন অ্যাইড বাংলাদেশের সহযোগিতায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘ইয়ুথ ইন শেপিং এজেন্ডা: বাংলাদেশ ২.০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন এবং স্বাস্থ্যকর নগর গড়তে যুবদের দায়িত্ব পালন করতে হবে। তৃতীয় বিশ্বের অনেক দেশ আছে তারা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই বিশ্বের উন্নত দেশগুলো থেকে বাজেট দাবি করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের ঋতুগুলো হারিয়ে যাচ্ছে তাই বাজেট বরাদ্দের সর্বোচ্চ সঠিক ব্যবহার করতে হবে।

অনুুষ্ঠান উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু। অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো চিফ সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি শাহজাদা মোহম্মদ শামসুজ্জামান, ব্র্যাকের চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এনামুল হাসান। সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী প্রধান উৎপল বড়ুয়া। উপস্থাপনা করেন ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ’র সদস্য মেহজাবিন মাহি।  

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ দোজা।  

চট্টগ্রামের জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদিসহ নানা সমস্যা নিয়ে একটি নাটক ‘আমার চট্টগ্রাম আমার দায়িত্ব’ পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।