চট্টগ্রাম: বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধির তাগিদ দিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তাগিদ দেন।
সভায় সিভিল সার্জন বলেন, জনসাধারণকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসাপাতালের সেবার মান বৃদ্ধি, সেবাপ্রাপ্তি সহজীকরণ, নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ সৃষ্টি তথা জনসাধারণকে উন্নতর সেবা প্রদান নিশ্চিত করা বাধ্যতামূলক।
সভায় সভাপতিত্ব করেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. এ কে এম ফজলুল হক। এসময় আরও বক্তব্য দেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেভরণ ক্লিনিক্যাল ল্যাবের মো. আবদুল মোকালিব, হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এমআর/পিডি/টিসি