ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এভারেস্ট বেসক্যাম্প বিজয়ী তাম্মাতকে সংবর্ধনা, সাইক্লিং র‍্যালি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এভারেস্ট বেসক্যাম্প বিজয়ী তাম্মাতকে সংবর্ধনা, সাইক্লিং র‍্যালি ...

চট্টগ্রাম: সাইক্লিং র‍্যালি ও সংবর্ধনার মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্মের সাহসিকতা ও উদ্যমকে উদযাপন করলো চট্টগ্রামবাসী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সিআরবি সাত রাস্তার মাথা থেকে হালিশহর বিডিআর মাঠ পর্যন্ত দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও ভ্রমণ নিয়ে কাজ করা সংগঠন ‘সমগ্র বাংলাদেশ’ এর উদ্যোগে এ আয়োজনে অংশ নেন দেশ-বিদেশের ৩০০ সাইক্লিস্ট।

সাইকেলে চড়ে এভারেস্ট বেস ক্যাম্প বিজয়ী ও দেশের অন্যতম জনপ্রিয় সাইক্লিস্ট তাম্মাত বিল খয়েরকে সংবর্ধনা জানাতে এ আয়োজন ঘিরে চট্টগ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজনে আরও যুক্ত ছিলেন স্কুল অলটারনেটিভ, হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি এবং কবুল ইভেন্টস এর মতো প্রতিষ্ঠান।

‘আমরাও পারি’ শীর্ষক এই ইভেন্টের লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করা। তাম্মাত বিল খয়েরের অসাধারণ সাফল্যকে উদযাপন এবং নতুন প্রজন্মকে তারুণ্যের শক্তি দিয়ে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করা ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

স্কুল অলটারনেটিভ এর সিইও শাহিদুল আলম বরাত বলেন, তাম্মাতের এই অর্জন আমাদের যুবসমাজের জন্য একটি অনন্য উদাহরণ। ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব।

সমগ্র বাংলাদেশ এর সিইও মাহিদুল ইসলাম নকীব বলেন, আমাদের লক্ষ্য হলো এমন প্রতিভাদের কাজ সবার সামনে তুলে ধরা, যা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে।

সিআরবি থেকে শুরু হওয়া র‍্যালিটি টাইগারপাস, দেওয়ানহাট, আগ্রাবাদ এক্সেস রোড ও নয়াবাজার ঘুরে হালিশহরে শেষ হয়। সেখানে তাম্মাত বিল খয়েরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

তাম্মাত বিল খয়ের বলেন, এই আয়োজন শুধু একটি দীর্ঘ র‍্যালি নয়, এটি তারুণ্যের শক্তি ও উদ্যমকে সম্মান জানানো। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বেশি পরিবেশপ্রেমী ও সাইক্লিং আন্দোলনে উদ্যম যোগাবে।

অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ তাদের থিম সং উন্মোচন করে। পাশাপাশি উপস্থিত সাইক্লিস্টদের জন্য ছিল বিশেষ প্রশ্নোত্তর পর্ব। বক্তারা জানান, তাম্মাত বিল খয়েরের মতো তারুণ্যের সাহসিকতা বাংলাদেশকে ভবিষ্যতে আরও সাফল্যমণ্ডিত করবে। তাম্মাতের দুঃসাহসিক সাফল্য এবং সমগ্র বাংলাদেশের আয়োজন নতুন প্রজন্মকে দেখিয়েছে যে, ইচ্ছা আর পরিশ্রমে সবই সম্ভব। এমন অনুপ্রেরণামূলক আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে আরও বড় স্বপ্ন দেখার সাহস এবং তা বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে কাজ করবে সবাই।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।