ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীতে পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ২ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
পাহাড়তলীতে পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ২ 

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা।

শনিবার (১৪ ডিসেম্বর) সিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

 

আটককৃতরা হলেন, মোহাম্মদ আলী (২৪) ও মো. সজল (২৪)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে পাহাড়তলীর আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলিতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার করতে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে শোডাউন দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।