ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাত্রাতিরিক্ত শব্দ দূষণে বাড়ছে হৃদরোগের ঝুঁকি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
মাত্রাতিরিক্ত শব্দ দূষণে বাড়ছে হৃদরোগের ঝুঁকি  ...

চট্টগ্রাম: শব্দ দূষণের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৪৮ হাজার মানুষ হৃদরোগজনিত জটিলতায় পড়েন। পাশাপাশি ১২ হাজার শিশুর প্রিম্যাচিউর ডেথ হয়ে থাকে।

 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে শব্দদূষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক কান গলা রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা.  মিটন চাকমা।  

তিনি জানান, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে শব্দের মাত্রা প্রতি ১০ ডেসিবেল বাড়লে যেকোনো বয়সে স্ট্রোকের ঝুঁকি ১০ ভাগ বাড়তে পারে।

৬৫ বছরের বেশি মানুষের ক্ষেত্রে ১০ ডেসিবেল বাড়লে স্ট্রোকের ঝুঁকি ২৭ ভাগ বাড়ে। শুধু স্ট্রোক নয়, মেজাজ খিটখিটে, আচরণে অস্বাভাবিকতা ও অবসাদগ্রস্ততা বেড়ে যায়। এমনকি বধির হওয়ারও সম্ভাবনা থাকে। শব্দ দূষণে মায়ের গর্ভের শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধিতেও প্রভাব পড়ে।  

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, আমাদের দেশে মানুষের আইন অমান্য করার প্রবণতা বেশি। যার ফলে আইন থাকলেও প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না। শব্দ দূষণে সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশুরা। তাদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের আরও সচেতন হতে হবে। দূষণ প্রতিরোধে সিটি করপোরেশনও দায় এড়াতে পারে না। আমাদের সবার দায়ভার আছে। নতুন প্রজন্মের ভবিষ্যত নির্মাণে আমাদের কাজ করতে হবে। দূষণের দিক থেকে আমরা আর প্রথম হতে চাই না।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক নাসিম ফারহানা শিরীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হাসান হাছিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।