ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চেরাগির ফুলের দোকানিদের শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
চেরাগির ফুলের দোকানিদের শঙ্কা

চট্টগ্রাম: মহান বিজয় দিবস সামনে রেখে কয়েক দিন ধরে ব্যস্ত থাকতেন কর্মীরা। শত শত ফুলের তোড়ার অর্ডার থাকতো বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের।

এবার চিরচেনা সেই হাঁকডাক নেই চেরাগির ফুলের দোকানগুলোতে। ফুল বিক্রি নিয়ে শঙ্কিত তারা।

সরেজমিন রোববার (১৫ ডিসেম্বর) ফুলের দোকানগুলোতে দেখা গেছে, বিজয় দিবসের ফুলের তোড়া তৈরির প্রস্তুতি চলছে। তবে তা হাতে গোনা ৮-১০টি দোকানে সীমিত আকারে। ককসিটে তোড়ার বৃত্ত, কামিনী পাতা, হলুদ গাঁদা, সাদা চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা ও লাল গোলাপের ডাঁটা ছাঁটার কাজ করছেন তারা।   

মোড়ের ফ্লোরাল আর্ট, অপরাজুতা, স্টার পুষ্প বিতান, হেভেনস, সিলসিলা, ফ্লাওয়ার ওয়ার্ল্ড, কাশফুল, অতিথি, কনিষ্ঠা, কৃষ্ণচূড়া,ডালিয়া,হিলভিউ,রীমা পুষ্প বিতান, নিউ হোয়াইট রোজ, গার্ডেন ফ্লাওয়ার, ফ্লাওয়ার বার, স্বরূপ ফুলঘর, আইরিশ, রেশমা, চেরাগি হিল ফ্লাওয়ার ভিউ, শাহ আবদুল মজিদিয়া, সান ফ্লাওয়ার হাউস, কাননপুর, ওয়েসিস, কাঠগোলাপ, কার্নেশন,  রেড রোজ, হেম সেন লেনের মুখের স্বর্ণকুঠি, রজনীগন্ধাসহ প্রায় সব ফুলের দোকানে দেশি-বিদেশি ফুলের সরবরাহ বেশ। বিয়ে, জন্মদিন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেচাকেনা স্বাভাবিক। বিজয় দিবস উপলক্ষে বাড়তি যে প্রস্তুতি তেমন নেই।  

নাম প্রকাশ না করে একজন বিক্রেতা জানান, নগরের বিভিন্ন স্থানে ফুলের দোকান গড়ে উঠেছে। প্লাস্টিক ফুলের কারণে কদর কমছে তাজা ফুলের। তবুও এখনো নগরের বড় পাইকারি ও খুচরা ফুলের বাজার চেরাগি। এবার সর্বনিম্ন ৫০০ থেকে ১০ হাজার টাকা দামের ফুলের তোড়ার অর্ডার নেওয়া হচ্ছে চেরাগিতে।  

শাহ আনিস পুষ্প বিতানের মোহাম্মদ মামুন বাংলানিউজকে জানান, ১৮ বছর ধরে ফুলের ব্যবসা করছি। একুশে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, বিজয় দিবসে প্রচুর ফুল বিক্রি হয়। এবার বিজয় দিবসে আমাদের দোকানে ফুলের চাহিদা কম।  

তিনি জানান, যশোর, কালীগঞ্জ ও চকরিয়া থেকে চেরাগিতে ফুল আসে।

নিউ রীমা পুষ্প বিতানের মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, আজ বিয়ের লগ্ন আছে। তাই ফুলের দোকান জমজমাট। তবে বিজয় দিবসের ফুলের তোড়ার অর্ডার কম।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।