চট্টগ্রাম: নগরের পাহাড়তলীতে পিকআপের ধাক্কায় মো. সজীব (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সজীব পাহাড়তলী থানাধীন সাগরিকা সড়ক এলাকার ফরিদ আহম্মদের ছেলে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বাংলানিউজকে বলেন, পাহাড়তলী থানাধীন বিটাক মোড় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের সামনে পিকআপের ধাক্কায় সজীব নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
বিই/টিসি