ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপের ধাক্কায় বাইকচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
পিকআপের ধাক্কায় বাইকচালক নিহত প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলীতে পিকআপের ধাক্কায় মো. সজীব (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সজীব পাহাড়তলী থানাধীন সাগরিকা সড়ক এলাকার ফরিদ আহম্মদের ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বাংলানিউজকে বলেন, পাহাড়তলী থানাধীন বিটাক মোড় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের সামনে পিকআপের ধাক্কায় সজীব নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

আমরা পিকআপভ্যান ও চালককে আটক করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।