ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
চবি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় চবি কলেজ ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হয়।

চাকুরি থেকে অবসরে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসা সুবিধা এবং শহরে যাতায়াতে বিশ্ববিদ্যালয়ের বাসে চলাচলের ব্যবস্থা রাখতে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে দাবি রেখে বক্তব্য দেন অনুষ্ঠানের সঞ্চালক ও সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ।  

সাধারণ সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুল মাবুদ মল্ল।

তিনি বলেন, অবসরে যাওয়ার পরে কর্মকর্তাদের পেনশন ও অন্যান্য ভাতা পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন গড়িমসি না করে। যথাসময়ে কর্মকর্তাদের প্রাপ্য সুবিধাগুলো বুঝিয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রসাশনের প্রতি তিনি অনুরোধ করেন।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি-২০২৫ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মো. আবদুল মাবুদ মল্ল, সহ-সভাপতি পদে আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক পদে মো. ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক পদে নুরুল আলম, কোষাধ্যক্ষ পদে শামসুল আলম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মোসলে উদ্দিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আবুল হোসেন সরকার, কার্যনির্বাহী সদস্য মাওলানা জালাল উদ্দিন, মো.সাইফুল ইসলাম খান, বাদল কৃষ্ণ চৌধুরী, মো. আবু তাহের নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।