ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
পরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই: অর্থ উপদেষ্টা বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

চট্টগ্রাম: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতসহ সব খাতে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আমরা পরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই। যেমন মেঠোপথ পরে হাইওয়ে হয়।

আমরা যা করবো মানুষ কনসাস থাকবে। পরবর্তী সরকার যদি তা অনুসরণ না করে মানুষই বাধ্য করবে।
বাংলাদেশের আকাশ আর মেঘাচ্ছন্ন থাকবে না। রাজনৈতিক সমঝোতা কঠিন, চাঁদাবাজির সমঝোতা সহজ। কারওয়ান বাজারে দেখেন।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

উপদেষ্টা বলেন, করাপশন, পলিটিক্যাল আনসার্টেন যদি না থাকত বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ অনেক উপরে চলে যেত। আশাকরি আমরা লক্ষ্যে পৌঁছাবো। আমরা প্রায়োরিটি দিচ্ছি ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে। নাগরিকদের সেলফ ডিসিপ্লিন থাকতে হবে। সব নিত্যপণ্যে কর প্রায় শূন্য করে দেওয়া হয়েছে। দেশের সব সরকারি দপ্তরকে তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্ব দিতে হবে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় ডিআইজি, পুলিশ কমিশনার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার, কর কমিশনার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহীসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।