চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম বলেছেন, আশা প্রথম থেকে মেহনতী মানুষের সেবা করে যাচ্ছে। আশার শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ কার্যক্রম মানুষকে সফলতার পথ দেখাচ্ছে।
সোমবার (৩০ ডিসেন্বর) নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটি সদস্য সচিব জাহেদুল করিম কচি বলেন, শুধু মতবিনিময় করলে হবে না, আশার সেবার মান গ্রামের হতদরিদ্র নারী পুরুষের কাছে পৌঁছাতে হবে। বিগত সরকার এনজিওর নাম দিয়ে কোটি কোটি টাকা বিদেশে প্রচার করেছে। আশাকে বাস্তবধর্মী কিছু পদক্ষেপ নিতে হবে।
এদিকে অনুষ্ঠানে আশার কর্মকর্তারা জানান, আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লাখ ১৮ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে যাদের কাছে ঋণ স্থিতি ১ হাজার ৪৮২ কোটি টাকা। ২০২৪—২৫ অর্থবছরে ২ হাজার ৬০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আশা—চট্টগ্রাম বিভাগে ৯০৯টি কেন্দ্রে ২৩ হাজার ৭৩৭জন শিক্ষার্থী নিয়ে আশা—প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম চালু রয়েছে । ৫টি স্বাস্থ্য কেন্দ্রে ৯ হাজার ৭৯৭জন রোগী সেবা গ্রহণ করেন। ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যেমে ৮ হাজার ৮৫জন অপারেশন বিহীন হাঁটু—কোমর—ঘাড়—হাতে ব্যাথা, প্যারালাইসিস, আথ্রাইটিস্, ডিস্ক প্রলেপসহ সব প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেন। সদস্যর মৃত্যুজনিত দাফন-কাফনে ৫০০০ টাকা করে ৬১৯ জনকে ৩০ লাখ ৯৫ হাজার টাকা সহায়তা প্রদান, ৩৪ জনকে ৫ লাখ ১০ হাজার টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ২ হাজার ৬০টি। প্রতিমাসে ৭ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে ২ লাখ ৫২ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও সরকারি সব দিবসে আশা’র প্রতিনিধিরা অংশ নেন।
আশা চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদের সভাপতিত্বে আশা চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আশা’র কার্যক্রম উপস্থাপন করেন আশা—চট্টগ্রাম বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. সাইদুল ইসলাম চৌধুরী ও আশা চট্টগ্রাম জেলার এডুকেশন অফিসার মো. আরিফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমআই/পিডি/টিসি