ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্যের পতন শুরু হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
‘বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্যের পতন শুরু হয়েছে’ সীরাতুন্নবী (সা.) রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্যের পতন শুরু হয়েছে। একটি বৈষম্যহীন সমাজ মানেই হলো সমাজকে কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালনা করা।

আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া বৈষম্যহীন সমাজ গঠন অসম্ভব। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্র কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে না ততদিন পর্যন্ত দেশে বৈষম্য চলতেই থাকবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, যারা দুর্নীতি করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে তাদের বহাল রেখে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বৈষম্যহীন করা সম্ভব নয়। তাই রাসূল (স.)'র সীরাতকে ধারণ করে ইকামতে দ্বীনের দায়িত্ব পালনের মাধ্যমে কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।

আ ন ম শামসুল ইসলাম বলেন, ভালো কাজের প্রতিযোগিতা করতে হয়। এখন আমরা মন্দ বা গর্হিত কাজের প্রতিযোগিতায় লিপ্ত। ভালো কাজের প্রতিযোগিতা দিয়ে কোরআন সুন্নাহর কাজকে এগিয়ে নিতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দীন শিকদার।  

উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, প্রমুখ।

উত্তর জেলা আমির আলাউদ্দীন শিকদার বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের শুধু বক্তব্য শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। আমাদের ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। পতিত হাসিনা সরকার সমাজ থেকে বৈষম্য দূর করার নামে দেশের সব স্তরে বৈষম্য সৃষ্টি করেছে। তারা তাদের দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষদের কোথাও কোনো স্থান দেয়নি।

সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। সমাজের একশ্রেণির মানুষ ইসলামকে ভিন্নভাবে উপস্থাপন করে ইসলামকে কলঙ্কিত করেছে। সমাজ থেকে ঘুষ ,দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে তাকওয়া সম্পন্ন মানুষের প্রয়োজন। যাদের মধ্যে তাকওয়া নেই সেসব ব্যক্তিকে সমাজের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়া উচিত নয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।