ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর চ্যানেলে ডুবলো বালুবাহী বাল্কহেড ‘অনিমা সায়মা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
বন্দর চ্যানেলে ডুবলো বালুবাহী বাল্কহেড ‘অনিমা সায়মা’ বাল্কহেড ডুবে যাওয়ার স্থানে বসানো হয়েছে লাল বয়া।

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ চলাচলের পথে (চ্যানেল) ডুবেছে বালুবাহী বাল্কহেড ‘অনিমা সায়মা ২’।  

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও গুপ্তা বাঁকের মাঝখানে ডুবে যাওয়া বাল্কহেডের ওপর লাল বয়া স্থাপন করেছে বন্দর কর্তৃপক্ষ, যাতে নিরাপদে বাণিজ্যিক জাহাজ বন্দরে আসা-যাওয়া করতে পারে।

 

সূত্র জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর জেটি ছেড়ে যাওয়া ‘এমভি জিয়ানিনা-২’ নামের কনটেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।  খবর পেয়ে বন্দরের ‘কাণ্ডারী ১’ টাগবোটটি উদ্ধার করে ৩ নাবিককে।

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন,  ডুবন্ত বাল্কহেড উদ্ধারে লিফটিং ভ্যাসেল বিএলভি আলী, চ্যানেল টাগ ও জরিপ জাহাজ ‘জরিপ ৯’ সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তাই জরুরি ভিত্তিতে বাল্কহেডের মালিককে সেলভেজ করে নিরাপদ স্থানে নৌযানটি সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পোর্ট অ্যাক্ট ১৯০৮, ধারা ৩৩, ৪৩, চবক আইনের ধারা ১০ (জ), ১০ (ম), ১১ (গ), ২১ এবং সেলভেজ কনভেনশান ১৯৮৯ এর ধারা ৮, ১২ ও ২০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি বলেন, দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হয়নি। আজ বন্দর জেটিতে ১২টি জাহাজ নিরাপদে আসা-যাওয়া করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।