ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা

চট্টগ্রাম: পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে ১৩-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫’।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এ উপলক্ষে ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। সভার সভাপতি ফেয়ার সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সবার সার্বিক সহযোগিতা চান।

পরে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জমা করা দরপত্র উন্মুক্ত করা হয়।  

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নুর উদ্দিন আহাম্মদ, মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করিম, মো. জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, আশীষ রায় চৌধুরী, এস এম আদীবুল হুদা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।