চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি তিনটি ফ্লাইট।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ফ্লাইটগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, ইউএস বাংলার দোহা-চট্টগ্রাম রুটের ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় চট্টগ্রামের আকাশে আসে।
সালাম এয়ারের মাস্কাট-চট্টগ্রাম রুটের ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে বেলা ১১টা ১৮ মিনিটে ২০৩ জন যাত্রীসহ চট্টগ্রামে অবতরণ করে।
ইউএস বাংলার মাস্কাট-চট্টগ্রাম রুটের আরেকটি ফ্লাইট সকাল ৯টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে দুপুর ১২টা ২৬ মিনিটে ১৭৫ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে আসে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এআর/টিসি