চট্টগ্রাম: বোয়ালখালীতে স্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটায় মো. নেজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে অর্ধ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে ধোরলা গ্রামের একটি বিলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মো. নেজাম উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
বিই/পিডি/টিসি