ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এইচএমপিভি প্রতিরোধে সতর্কতা শাহ আমানতে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এইচএমপিভি প্রতিরোধে সতর্কতা শাহ আমানতে

চট্টগ্রাম: হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বিমানবন্দরে আসা যাত্রী, স্টেকহোল্ডারদের জন্য এসব নির্দেশনা জারি করেন।

 

এর মধ্যে রয়েছে- শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করা। হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ধোয়া। আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়া। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ না ধরা। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা এবং দরকার হলে কাছের হাসপাতালে যোগাযোগ করা।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু ও ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে এ রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী মা ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। তাই সব স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং বিমানবন্দরগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা দরকার।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।