ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক সন্তানদের বৃত্তি দিলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
সাংবাদিক সন্তানদের বৃত্তি দিলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট  শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন মাহবুবা ফারজানা। 

চট্টগ্রাম: প্রথমবারের মতো সাংবাদিক সন্তানদের বৃত্তি দিলো বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।  

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গণমাধ্যম সংস্কার কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ওসমান গনি মনসুর, জাহিদুল করিম কচি, মুস্তাফা নঈম প্রমুখ বক্তব্য দেন।  

এতে চট্টগ্রাম অঞ্চলে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ২৫জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন মাহবুবা ফারজানা।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।