চট্টগ্রাম: বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ রাখায় চারটি ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ এসব ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শাকপুরা এবং কানুনগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বাংলানিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ রাখায় মেসার্স সৈয়দ শাহগাজী ফার্মেসিকে ২০ হাজার টাকা, মেসার্স নিউ রঘুনাথ ফার্মেসিকে ২০ হাজার টাকা, কানুনগোপাড়া মাস্টার মেডিক্যাল ১০ হাজার টাকা ও মেসার্স সেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন ওষুধ প্রশাসন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবিদ আহসান।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
বিই/পিডি/টিসি