ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাশুড়ির মরদেহ ঝোপে ফেলে দিল জামাতা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
শাশুড়ির মরদেহ ঝোপে ফেলে দিল জামাতা ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে ঝোপের ভেতর থেকে সবুরা খাতুন (৭২) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত মাওলা বক্সের স্ত্রী।

শনিবার (০১ মার্চ) সকালে ওই গ্রামের চেয়ারম্যান বাংলো এলাকা থেকে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বৃদ্ধার ছেলে ওবায়দুল হক অভিযোগ করেন, তাঁর ছোট বোন ওই এলাকায় বন বিভাগের জায়গায় একটি ঘরে স্বামী মোবারক হোসেন (৪০) সহ বসবাস করে আসছে।

সেখানেই থাকতেন মা। মাদকাসক্ত হয়ে চুরির ঘটনায় জড়িয়ে পড়ায় মোবারককে গ্রামের লোকজন এলাকা থেকে বের করে দেন। দুই মাস আগে মোবারক এলাকায় ফিরে আসে। এরপর আবারও মাদকাসক্ত হয়ে ঘরে অশান্তি শুরু করে।  

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে মাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যার পর কান ও গলায় থাকা সোনার গয়না নিয়ে মরদেহ ঝোপে ফেলে দেয় মোবারক। রাত ১০টার দিকে মোবারক এক প্রতিবেশীকে ফোন করে হত্যার খবর জানায়। এরপর সারারাত মরদেহ খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সকালে ঝোপের ভেতর মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
 
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। গলায় দড়ি প্যাঁচিয়ে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।