চট্টগ্রাম: জোরারগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনা ৪০০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে করেরহাট ইউনিয়নের রহমতপুর এলাকায় এসব মালিকবিহীন সিগারেট জব্দ করেন বিজিবির রামগড় ব্যাটালিয়নের কয়লারমুখ বিওপি সদস্যরা।
জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপির নায়েব সুবেদার ইবনে মিজানুরের নেতৃত্বে টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে। জব্দকৃত সিগারেট ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সীমান্ত সুরক্ষা ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
বিই/টিসি