চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রমজান মাসে যাতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হয়; সেজন্যই অভিযান চালানো হচ্ছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
চসিক মেয়র বলেন, সারা পৃথিবীতে আমরা দেখেছি বিশেষ করে যে মুসলিম রাষ্ট্রগুলোতে রোজা আসলে ভর্তুকিতে অনেকটা কম মূল্যে তারা বিক্রি করে কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আমরা দেখেছি রোজা আসলে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ খুঁজে কীভাবে আরো টাকা ইনকাম করা যায়।
অভিযানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমরা তেলের ব্যবসায়ীদের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) বৈঠক করবো। মধ্যস্বত্বভোগীরা যাতে বাজারে তেল সংকট করতে না পারে, সেজন্য সিটি করপোরেশনে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালাব। আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সকল পণ্যসামগ্রী রাখতে চাই।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার মো. ইসরাফিল জাহান, শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, ফারজানা রহমান মীম, আসিফ জাহান সিকদার, সুমন মণ্ডল অপু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম প্রমুখ।
এদিকে সোমবার বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে খাতুনগঞ্জের পাইকারি বাজারে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে পৃথক ৩ মামলায় মোট ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং তাদের সতর্ক করা হয়। অভিযানে বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
বিই/পিডি/টিসি