চট্টগ্রাম: প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবেদিন আল মামুনকে অপহরণ করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলো, উত্তর কাট্টলীর জয়নাল আবেদিনের ছেলে নাজমুল আবেদিন, সিটি গেইট এলাকার মাইনুল আমিন পারভেজের ছেলে নইমুল আমিন ইমন (২২), সিডিএ এক নম্বর এলাকার আরাফাত হোসেন ফহিম (২২) ও রিসতি বিন ইউসুফ (২৩)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নামধারী অপহরণকারীরা তাদের সহযোগী অপি, আলউদ্দিন, আরাফাত, আসিফ সহ আকবরশাহের সিডিএ আবাসিক এলাকার প্রভাতি স্কুলের বিপরীতে বাসা থেকে প্যাসিফিক জিন্সের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবেদিন আল মামুনকে তার ব্যক্তিগত গাড়ি ও ড্রাইভার জুয়েলকে অপহরণ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপহরণের সংবাদ পেয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হুসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর নেতৃত্বে পাহাড়তলী জোন পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম এর অবস্থান শনাক্ত উদ্ধার করেন। পরে অভিযান চালিয়ে ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আসামি নইমুল আমিন ইমন এর বাসা থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়। সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
পিডি/টিসি