ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরিমাপে কম থাকায় ৬৩ লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
পরিমাপে কম থাকায় ৬৩ লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলের পরিমাণ কম থাকায় ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়তে দেখা গেছে।

সোমবার (১০ মার্চ) দুপুরের উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে এক মুদির দোকানে বোতলজাত সয়াবিন তেল পরিমাণ কম পাওয়া যায়।

লিটার প্রতি ১২০ মিলিলিটার তেল কম ছিল বোতলে। সেই দোকান থেকে ৩৬ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পৃথক অভিযানে জোটপুকুর পাড় ও কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে লিটার প্রতি সয়াবিন তেল কম থাকায় লাকি স্টোরের উজ্জ্বল দেবকে ৫ হাজার টাকা ও রাসেল স্টোরের মো. রাসেল ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।  

তিনি বলেন, দুইটি ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি ১২০ মিলিলিটার তেল কম থাকায় ২ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় ২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। জব্দ করা সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।