চট্টগ্রাম: নগরের পাহাড়তলীর সাগরিকা মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রিয়তোষ বণিক (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন প্রিয়তোজ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিকআপ ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত প্রিয়তোষকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে ২নং ওয়ার্ডে প্রেরণ করেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
পিডি/টিসি