চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৫৫ লিটার মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) রাতে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল, কালুরঘাট ও সেবাখোলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও ৬ নম্বর ওয়ার্ড রাহাত্তার পুল কালু সওদাগর বাড়ির মো. ইদ্রিসের ছেলে মো. সামশুল আলম (৩৯), পাঠান পাড়া মোহরা এলাকার মৃত রাজা মিয়া ড্রাইভারের ছেলে মো. ইস্কান্দর আলী (৫৫) ও কালুরঘাট মোমবাতি ফ্যাক্টরি এলাকার দিলীপ দাসের ছেলে টিটু দাস (৪৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, অভিযানে সামশুল আলমের কাছ থেকে ২৫০ গাঁজা, ইস্কান্দর আলীর কাছ থেকে ৪০ লিটার মদ ও টিটু দাসের কাছ থেকে ১৫ লিটার মদ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআই/টিসি