চট্টগ্রাম: পারিবারিক কলহের জেরে আনোয়ারায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন হয়েছেন।
রোববার (৯ মার্চ) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রশিদা খাতুন (৪৫) নামের ওই নারী পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।
ঘাতক মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিক (২৪) একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল রশিদা খাতুনের মেয়ে হাফসা বেগম ও হেলাল উদ্দিনের সংসারে। বিভিন্ন বিষয় নিয়ে মাদকাসক্ত হেলালের সঙ্গে প্রায় কথা কাটাকাটি হতো শাশুড়ির সঙ্গেও।
রোববার ভোরে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালক ও বউয়ের ওপর হামলা করে হেলাল। তারা দৌড়ে পালিয়ে গেলেও শাশুড়ি রশিদা খাতুনকে সামনে পেয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান রশিদা।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) মো. তৈয়ব বাংলানিউজকে বলেন, কলহের জেরে মেয়ের জামাই শাশুড়িকে খুন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক হেলাল উদ্দিন পলাতক। এ ঘটনায় মামলা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এমআর/টিসি