চট্টগ্রাম: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মানুষ একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চায়। শ্রমিক-মালিক, ধনী-গরীব, নারী-পুরুষ সকল নাগরিকের অধিকার সমুন্নত থাকবে, এমন বাংলাদেশ দেখতে চায়।
সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চান্দগাঁও থানা আয়োজিত কর্মী শিক্ষাশিবির ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। চান্দগাঁও থানা সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় কর্মী শিক্ষাশিবির ও ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াত ইসলামীর আমীর মো. ইসমাইল, মহানগরী সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার সহ-সভাপতি রুহুল আমিন, শ্রমিকনেতা মহিউদ্দিন হিরু, সেলিমুল হক, ইসহাক, তৌহিদুল ইসলাম, নুরুল আজিন, মিজানুর রহমান, মোঃমাসুদ, আক্তারুল ইসলাম, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, অহিদুর জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআর/টিসি