চট্টগ্রাম: বোয়ালখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় পৌর সদরের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি বোয়ালখালী শাখার নাজমুস সাকিব তামিম, ছাত্র প্রতিনিধি ওবাইদুল মোস্তফা মো. মাহির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ফয়সাল রাইহান, আরিফুর ইসলাম, মহানগর সংগঠক নিবরাস বিন, ছাত্র প্রতিনিধি সানজিদা, সাইমা ও সাথী।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
বিই/পিডি/টিসি