চট্টগ্রাম: পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বৎসরের আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ ছিল। ৫ আগস্ট ছাত্র -জনতার বিপ্লবের পর বিভিন্ন অপরাধে অভিযুক্ত সুনির্দিষ্ট আসামিদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার করা হয়নি।
তারা আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের আলোচিত সাতকানিয়ার দুই হত্যাকাণ্ড বিচারবহির্ভূত ও আওয়ামী নেতা মানিক বাহিনী কর্তৃক সংঘটিত হয়েছে, যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের শাস্তি ও বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
বিই/পিডি/টিসি