চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শোয়াইব ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোয়াইব কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং তার বাড়ি উপজেলার কোদালা ইউনিয়নে।
জানা যায়, শোয়াইব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার (ওসি, তদন্ত) সুজন হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
পিডি/টিসি