চট্টগ্রাম: নগরের দেওয়ান বাজারে নতুন শাখা চালু করেছে তাজা মাছের প্রতিষ্ঠান এজেএস ফিশ।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিরাজউদ্দৌলা রোডের সাবেরিয়া জয়নাব কলোনি মার্কেটে নতুন শাখার উদ্বোধন করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
এজেএস ফিশের মালিক সাজ্জাদ হোসেন জানান, সব ধরনের সামুদ্রিক, নদী, হাওর, কাপ্তাই হ্রদ ও পুকুরের দেশি জাতের মাছ মিলবে আমাদের আউটলেটে। যারা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন তারা ভিডিও কলে মাছ পছন্দ করে অর্ডার করলেই ‘রেডি টু কুক’ করে বাসায় পৌঁছে দেব।
তিনি বলেন, তাজা মাছ, সঠিক ওজন এবং সেরা দামের নিশ্চয়তা দিয়ে পবিত্র রমজান মাসে আমরা নতুন শাখা চালু করেছি। ৫ কেজির বেশি মাছ কিনলেই চট্টগ্রাম শহরে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে। ২ হাজার টাকার বেশি মাছ কিনলেই মিলবে আকর্ষণীয় উপহার। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৩৩-২৪১৯২৬ নম্বরে।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
পিডি/টিসি