ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বিএনপি কথামালার রাজনীতি করে না’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
‘বিএনপি কথামালার রাজনীতি করে না’ ...

চট্টগ্রাম: মাহে রমজান উপলক্ষে বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর উদ্যোগে নগরের আতুরার ডিপো এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।

রোববার (১৬ মার্চ) বিকেলে আতুরার ডিপো এলাকার তিন শতাধিক রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনদিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

এসময় ইদ্রিস আলী বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে, সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। বিএনপি কথামালার রাজনীতি করে না। দীর্ঘ দেড়যুগ সরকারে না থেকেও সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকছেন। অপরদিকে আওয়ামী লীগ বিগত ১৫ বছর দুর্নীতি ও লুটপাট করে জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামীলীগ রাজনীতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে।

তিনি প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ রোজাদার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতা-কর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, সহ সাধারণ সম্পাদক মো. সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েল, বেলাল উদ্দিন মুন্না, ইসমাইল মির্জা, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহেম্মদ আজম খান, স্বেচ্ছাসেবক দলের নেতা খোরশেদ আলম, জসিম উদ্দিন, মফিজুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, মো. সাগর, মো. রিয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।