ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে শাহজাহান চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে শাহজাহান চৌধুরী ...

চট্টগ্রাম: নগরের টেরিবাজার নালার পাড় খাজা মার্কেটের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাছির উদ্দীন চৌধুরীকে সমবেদনা জানান তিনি।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যেন অল্পসময়ের মধ্যে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনসুর, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর ওসমান গনিসহ সমিতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান নাজিম উদ্দীন ব্রাদার্সের একটি কাপড়ের গুদামে ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।